বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আরো দুটি নোটবুকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র জাপানি ভাষার অনুবাদক কাজুহিরো ওতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান তিনি।রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জানান, জেলে বসে লেখা বঙ্গবন্ধুর আরো দুটি খাতা (নোট) উদ্ধার করা গেছে। ৬ দফা দাবিতে আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু যখন কারাবন্দি হন, তখনকার সময়ে এগুলো লেখা।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বাংলা ভাষা থেকে জাপানি ভাষায় সফলতার সঙ্গে অনুবাদ করার জন্য কাজুহিরো ওতানাবেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার নিজের লেখা কয়েকটি বই তাকে (কাজুহিরো ওতানাবে) দেবেন বলেও জানান।এ সময় প্রধানমন্ত্রীকে ওতানাবে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে জাপানিরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।তিনি তার অনুদিত একটি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন এবং বইয়ের আরেকটি কপি শেখ রেহানার জন্য উপহার দেন।আরএম/আরএস/এমআরআই
Advertisement