প্রবাস

অন্যরকম ইফতার

শেষ হতে চলেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র মাসে মালয়েশিয়ায় বসবাসরত প্রত্যেকটি প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদগুলোতে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত থাকে সেই ইফতার মাহফিল। প্রতি বছরের মতো এবারও নিয়মিতভাবে ইফতারের আয়োজন করে যাচ্ছে মসজিদ পরিচালনা কমিটি। তবে শুধু মসজিদ পরিচালনা কমিটি নয়; প্রবাসী, ব্যবসায়ী, বিভিন্ন আঞ্চলিক সমিতি, রাজনীতিবিদ ও ব্যক্তিগত পর্যায়েও অনেকেই ইফতারির ব্যবস্থা করেন।

Advertisement

রমজান মাসে মালয়েশিয়ায় বাংলাদেশি পরিচালনাধীন সূরাও বায়তুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদসহ গোটা মালয়েশিয়ায় প্রায় ১৫টি মসজিদে প্রতিদিন প্রায় দেড় হাজার রোজাদারকে ইফতার করাচ্ছে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় রোববার (১০ জুন) মালয়েশিয়া সারডাং মসজিদে সারডাং বাংলাদেশি কমিউনিটির সৌজন্যে দেড় হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আয়োজক সারডাং কমিউনিটির সভাপতি আব্দুল করিম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সকলের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতে-ই আমাদের এ আয়োজন।’

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নূর নবী ভূইয়া রানা, মো. রেজাউল করিম খোকা, মো. রানা, মো. ফারুক, মো. নিজাম উদ্দিন বাদল, মো. আল আমিন, মো. জাহাঙ্গীর ইসলাম, মো. মনির, আব্দুর রাজ্জাক, কবির, রিজেন, বাদল, রাসেল, একরাম, মো. জাকির, মো. কামাল প্রমূখ।

Advertisement

ইফতার করতে আসা প্রবাসী ফারুক বলেন, ‘রোজার বেশিরভাগ ইফতারে এমন আয়োজনে নিজেকে শামিল করার চেষ্টা করি। এক ছাদের নিচে হাজারও মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।’

এসআর/পিআর