জাতীয়

চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস

চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস। কাঠমান্ডুর ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ে দু’দেশের মন্ত্রীদ্বয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বিমলেন্দু নিধির মাঝে ঘণ্টাব্যাপী সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্য বাস সার্ভিস চলাচলের সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেন।সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস্ উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিক্যল এগ্রিমেন্ট আগামী জানুয়ারীতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশে মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সকল পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ করবেন বলে জানান।নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী সাম্প্রতিককালে ভূমিকম্পের পরপরই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।বৈঠকে জানানো হয়, বিবিআইএন চুক্তি কার্যকরের লক্ষ্যে আগামী অক্টোবরে চারদেশের মধ্যে কার্যবলী অনুষ্ঠিত হবে। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে চারদেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়।এছাড়া সার্ক মোটর ভেহিক্যল এগ্রিমেন্ট এর বিষয়টি এগিয়ে নিতে দুই মন্ত্রী একমত হন। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহনমন্ত্রীদের সভা আহ্বান করতে যাচ্ছে সার্ক সচিবালয়।এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরসহ নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এমএম/আরএস/এমআরআই

Advertisement