দেশজুড়ে

বরিশালে আইনজীবীর সহকারী আটক

বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে সাত হাজার টাকা মূল্যের নকল কোর্ট ফিসহ জাহাঙ্গীর হোসেন নামে এক আইনজীবীর সহকারীকে (মুহুরী) আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আইনজীবী মজিবুর রহমানের সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি উজিরপুর উপজেলায়। ওই আদালতের বেঞ্চ সহকারী  (পেশকার) মো. বশির জানান, গত ৩০ জুলাই নগরীর বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রব তার সম্মতিতে সিটি কর্পোরেশনের পাকা সড়ক নির্মাণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা চেয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। দুপুরে ওই মামলার শুনানির দিনে মুহুরী জাহাঙ্গীর দলিল পত্রের ফটোকপির সঙ্গে সাত হাজার টাকার নকল কোর্ট ফি সেটে জমা দেন। বিষয়টি বিচারক আব্দুল হামিদের নজরে আসলে তিনি নকল কোর্ট ফি জব্দ করে জাহাঙ্গীরকে পুলিশে সোপর্দ করেন।মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সাইফ আমীন/এআরএ/এমআরআই

Advertisement