আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম ইবোলা রোগী শনাক্ত

আফ্রিকার পর এবার ইবোলার সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রে। এক মার্কিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। টেক্সাসের এক ব্যক্তির শরীরে এ ভাইরাস শনাক্ত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ ভাইরাসটি শনাক্ত করা হলো।এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক টম ফ্রাইডেন বলেন, লাইবেরিয়া থেকে এই রোগী ইবোলা আক্রান্ত হয়েছেন। এই ঘটনাটি নিয়ন্ত্রণ করা হবে এবং রোগটি যুক্তরাষ্ট্রে যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের ইবোলা রেসপন্স টিমের নতুন প্রধান অ্যান্থনি বানব্যারি বলেছেন, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে আগামী ৬০ দিনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন।  তিনি বলেন, এসময়ের মধ্যে ৭০ শতাংশ রোগীকে চিকিৎসা দিতে হবে এবং একই সঙ্গে ৭০ শতাংশ শেষকৃত্য নিরাপদ স্থানে করতে হবে। দায়িত্ব গ্রহণের পর ঘানায় দেওয়া এক বক্তব্যে ইবোলা ভাইরাস নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন অ্যান্থনি।

Advertisement