গাজীপুরের টঙ্গীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ২১ নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার রাতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা ও মো. রাসেল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ ২১ জনকে সাজা দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, শনিবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী কেরানীরটেক বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ নারী-পুরুষকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০ সালের বিধানমতে ১০ জন পুরুষকে ৬ মাসের, সাতজনকে এক মাসের ও দুই নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
Advertisement
মো. আমিনুল ইসলাম/এএম/এমএস