শিক্ষা

রাজশাহীতে ‘বঙ্গবন্ধুর শাসনকাল’ বিষয়ে ধারাবাহিক সেমিনার

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল বিষয়ে ধারাবাহিক সেমিনার শুরু হয়েছে। বাংলাদেশ চর্চা পাঠচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রোববার বিকেলে নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত ‘বাংলাদেশের  ইতিহাস আর্কাইভস ভবনে’ এই সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশ চর্চা পাঠচক্রের উপদেষ্টা কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল।এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাবির ইনিস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) প্রফেসর ড. স্বরোচিষ সরকার, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর শুব্রত মজুমদার, ইতিহাস বিভাগের প্রফেসর গোলাম সারওয়ার, রাবি শাখার ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মতিউর রহমান মর্তুজা প্রমুখ।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।এমএএস/আরআইপি

Advertisement