গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ক্রিকেট ব্যাটের অভাবে পড়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রোমানা আহমেদ। তখন তাকে নিজের ১টি ব্যাট উপহার দিয়ে সেই ঝামেলা থেকে উদ্ধার করেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।
Advertisement
সেই দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেছিলেন রোমানা। কিন্তু বাংলাদেশ দল জয় পায়নি। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে জয় পেয়েছে বাংলাদেশ দল। শুধু জয় নয়, নারী এশিয়া কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল।
আর এই ইতিহাস গড়ার নৈপথ্য কারিগর হিসেবে ছিলেন যিনি, সেই রোমানা আহমেদ পুরো টুর্নামেন্টে খেলেছেন তামিম ইকবালের কাছ থেকে পাওয়া উপহারের ব্যাট দিয়ে। পুরো আসর জুড়েই দুর্দান্ত ব্যাট করেছেন রোমানা। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে বল হাতে ২ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তার এই ইনিংসেই মূলত ম্যাচ জেতে বাংলাদেশ।
এছাড়া পুরো টুর্নামেন্টের ৬ ম্যাচের মধ্যে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন মাত্র ৩ বার। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেন ১০ রান। পরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও ম্যাচসেরা ছিলেন রোমানা। সেদিন ব্যাট বল হাতে ৩ উইকেট নেয়ার পরে, ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি।
Advertisement
সবমিলিয়ে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের ব্যাট দিয়ে খেলে এখনো পর্যন্ত বেশ সফল রোমানা। বড় ভাই তামিমের ব্যাট দিয়ে পাওয়া এমন সাফল্যে নিশ্চিতভাবেই বিগ ব্যাশ থেকে পাওয়া দুইটি ব্যাট হারানোর কষ্ট ভুলবেন রোমানা।
এসএএস/পিআর