খেলাধুলা

বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় মিসর : সালাহ

১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফ্রিকান দেশ মিশর। আর এই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে নেমেই ইতিহাস তৈরি করতে চায় মোহামেদ সালাহরা। আফ্রিকায় রাজত্ব চালালেও এবার বিশ্ব ফুটবলের মূল মঞ্চেও সাফল্য আনতে বধ্য পরিকর 'দ্যা ফ্যারাওরা'। দলের সেরা তারকা মোহামেদ সালাহ বলছেন, রাশিয়া বিশ্বকাপে মিসরের লক্ষ্য নতুন কিছু করা যেটা আগে কখনও করতে পারেনি মিসর।

Advertisement

রাশিয়ায় ভালো কিছু করার লক্ষ্যে সালাহ বলেন, ‘২৮ বছরে এই প্রথম যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছি। আর এটা মোটেও স্বাভাবিক কিছু না, কেননা আমরা ৭ বারের আফ্রিকান কাপ জয়ী দল। আর ২০০৬, ২০০৮ এবং ২০১০ এর আফ্রিকান নেশন্স শিরোপাও আমাদের দখলে ছিল। আফ্রিকান শিরোপা জয় আমাদের জন্য স্বাভাবিক ছিল, তবে বিশ্বকাপে আমরা সুযোগ পাচ্ছিলাম না।আর এই মুহূর্তে আমরা বলছি যে, হ্যাঁ আমদের করে দেখাতে হবে! আমাদের অবশ্যই করে দেখাতে হবে। কেননা অনেক দিন যাবত আমরা এই এই উপলক্ষ পাইনি, আর এটা খুবই বিশেষ কিছু।’ তবে এতদিন পর বিশ্বকাপে সুযোগ পেয়ে মাঠে নামার আগে মিশর দল চাপে থাকবে কি-না সে প্রশ্নের উত্তর ও দিয়েছেন এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা এই খেলোয়াড়। সালাহ বলেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চাপ কাজ করছিল। তবে এখন আমরা বলতে পারি যে, হ্যাঁ, ঠিক আছে আমরা আমাদের লক্ষ্য পৌঁছে গিয়েছি। তবে আমার কাছে বিষয়গুলো এমন নয়, আমি চাই আমরা ইতিহাস আর ভিন্ন কিছু করে দেখাবো ফুটবল বিশ্বকে। চাপ নিয়ে বলতে গেলে আমার মাথায় শুধু এটা বাজতেছে যে বিশ্বকাপে এমন কিছু অর্জন করব আমরা যা কখনও পারিনি। তবে বিশ্বকাপে আসলাম তিনটি ম্যাচে মাঠে নামলাম আর তা শেষ করে বাড়ির পথ ধরলাম এরকম কোন ভাবনা আমার মাঝে নেই।’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা আরম্ভ করবে সালাহর দেশ মিশর। কিন্তু সেই ম্যাচে মিশরের জার্সি গায়ে নামা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এসএস/ আরআর/আরআইপি

Advertisement