জাতীয়

সদরঘাটে দুদকের অভিযান

লঞ্চের টিকিট নিয়ে অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি এনফোর্সমেন্ট টিম আজ পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালায়। সহকারী পরিচালক মো. রাউফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের পুলিশ ফোর্সসহ দুদকের সাত সদস্যের এনফোর্সমেন্ট টিম এই অভিযানে অংশগ্রহণ করে।

Advertisement

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের টিকিট প্রদানে অনিয়ম হচ্ছে মর্মে, দুদক কলসেন্টারে (১০৬)-এ অভিযোগ এলে এ অভিযান চালানো হয়। এ অভিযানকে অত্যন্ত সময়োপযোগী মর্মে সদরঘাট টার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান। যাত্রীরাও এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিম পুরো টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীসাধারণসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘নৌপথে দুর্নীতিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে এ অভিযান দুদকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ।’

এমইউ/জেএইচ/আরআইপি

Advertisement