রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতার এক সপ্তাহের মাঝেই পদত্যাগের ঘোষণা দেন দলটির কোচ জিনেদিন জিদান। তার এ ঘোষণার আকস্মিকতায় হতবাক হয়ে যান সবাই। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানও এর ব্যতিক্রম নন। তবে ভারান মনে করেন জিদানের সিদ্ধান্ত ‘হয়তো ‘ সঠিক ছিল। ভারান বলেন, ‘এটা সত্যি যে, ছোটখাটো পরিবর্তন সবার অন্যই ভালো। আমরা পরে দেখবো জিদান সঠিক ছিলেন কি-না। আমাদের লিগ মৌসুম সম্ভবত একটা প্রতীক যে জিদান সঠিক ছিলেন। সম্ভবত তাঁকে আমাদের দরকার। আমরা দেখবো। কারণ সে (জিদান) সবকিছু দেখেছিল এবং অনুভব করেছিল। সে খুবই স্পর্শকাতর একজন কোচ। তাই যেহেতু সে এটা বলেছে কোন কিছুর জন্যই এটা বলেছে। আমি মনে করি, এখানে কিছু সত্য রয়েছে।’ এছাড়া জিদানের পদত্যাগের ঘোষণায় নিজের অনুভূতির কথাও ব্যক্ত করেন ভারান। রিয়াল মাদ্রিদের এ ফরাসি ডিফেন্ডার বলেন, ‘সংবাদ সম্মেলনের আগেই আমাদের সতর্ক করা হয়েছিল সবাইকে একটি বার্তা পাঠানোর মাধ্যমে। অবশ্যই আমরা সবাই একটু অবাক হয়েছিলাম। এটা একটি দুঃখের মুহূর্ত ছিল। সে যা করেছে তার কোন তুলনা নেই।’ এছাড়া নিজের ভবিষ্যৎ সম্পর্কেও খোলাসা করেছেন ফ্রান্সের এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘এখন আমি মাদ্রিদে খুবই ভালো আছি। আমার ক্লাবের আত্মবিশ্বাসটি রয়েছে। আমার ক্লাবের সাথে ২০২২ পর্যন্ত চুক্তি রয়েছে। তাই আমার জন্য মাদ্রিদে সবকিছুই ভালো চলছে এবং আমি আশা করবো এটা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হবে।’
Advertisement
এসএস/আরআর/এমএস