দেশজুড়ে

ঈদ আনন্দ নেই ঝিনাইদহের কৃষকদের মনে

কড়া নাড়ছে আনন্দের ঈদ। কিন্তু সেই আনন্দের ছোঁয়া নেই ঝিনাইদহের কৃষকদের মনে। ফলে এখনও সেভাবে জমে ওঠেনি এখানকার ঈদ বাজার। বিশেষ করে সম্প্রতি বোরো ফসলের ক্ষতি হওয়ার পর থেকেই এ অঞ্চলের কৃষকদের হাতে খুব একটা টাকা-পয়সা নেই। আর তাই কেনাকাটাতেও আগ্রহ নেই তাদের।

Advertisement

জেলার ৬টি উপজেলা শহরে কেনাকাটার চিত্র প্রায় একই। তবুও বছরের একটি দিনটিকে কিছুটা আনন্দমুখর করতে অনেকেই আসছেন ঈদ মার্কেটে। তুলনামূলক কম দামি পোশাকের দিকেই নজর তাদের।

শহরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ বাজারের প্রায় শেষ মুহূর্তেও নেই প্রত্যাশিত বেচা-কেনা। ব্লাস্ট রোগ, ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে প্রত্যাশিত ফসল কৃষকের ঘরে না ওঠাকেই এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

ঝিনাইদহের মসজিদ মার্কেটের সভাপতি আমিনুল ইসলাম হিরু জানান, বিভিন্ন ধরনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা তবে এবার তুলনামূলক বেচা-কেনা কম।

Advertisement

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম