খেলাধুলা

স্পেনের ঘাম ঝরিয়ে ছাড়ল তিউনিশিয়া

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভালো শিক্ষা পেল অন্যতম ফেভারিট দল স্পেন। তুলনামূলক দুর্বল তিউনিশিয়ার বিপক্ষে জয় পেতে ঘাম ছুটেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Advertisement

রাশিয়ার ত্রাসনোদার স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল স্প্যানিশদের রুখেই দেবে তিউনিশিয়া। তবে একদম শেষ মুহুর্তে গোল করে স্বান্তনার জয় নিশ্চিত করে স্পেন।

ম্যাচের প্রথমার্ধে স্পেনের চেয়ে এগিয়েই ছিল তিউনিশিয়া। বেশ কয়েকবার হানা দিয়েছে রামোসবাহিনীর রক্ষণদুর্গে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা। অন্যদিকে প্রথম ৪৫ মিনিটে নিজেদের ছায়াতে আবদ্ধ ছিলেন ইসকো-ইনিয়েস্তারা।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধাঁর বাড়ায় স্প্যানিশরা। ডেভিড সিলভা এবং জর্ডি আলভা গোলের সহজতম সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষের মিনিট ছয়েক আগে স্প্যানিশদের রক্ষা করেন লাগো আসপাস। দিয়েগো কস্তার পাস থেকে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।

Advertisement

বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ‘জি’তে রয়েছে তিউনিশিয়া। পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিউনিশিয়ার প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে, ১৮ জুন তারিখে। অন্যদিকে ‘বি’ গ্রুপে ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা।

এসএএস/জেআইএম