এক পাথর নিক্ষেপকারীকে ট্রেন থামিয়ে পাকড়াও করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রেনচালক। শনিবার দিবাগত রাত সোয়া ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের খুলনা-ঈশ্বরদী-ঢাকা রেলরুটের নওয়াপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
Advertisement
জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে চালককে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে কিছু কিশোর। পরে ট্রেন থামিয়ে ধাওয়া করে তাদের মধ্যে আছিফুর রহমান আছিফকে (১৭) আটক করে যশোর রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন ওই চালক ও ট্রেনে দায়িত্বরত পুলিশ।
আটক আছিফ যশোরের নওয়াপাড়া উপজেলার অভয়নগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন পরিচালক আকরাম হোসেন জানান, শনিবার খুলনা থেকে ট্রেনটি ছেড়ে রাত ৯টার দিকে নওয়াপাড়া পৌঁছে। নওয়াপাড়া রেল স্টেশন ছাড়ার পর ট্রেনের চালক লোকো মাস্টার (এলএম) সাইদুল ইসলামকে লক্ষ্য করে ৪-৫ জন তরুণ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় ট্রেনটি দ্রুত থামিয়ে দেন চালক সাইদুল ইসলাম।
Advertisement
পরে তিনি ইঞ্জিনে থাকা সহকারী লোকো মাস্টার (এএলএম) ফরজান আহম্মেদকে সঙ্গে নিয়ে ওই গ্রুপটিকে ধাওয়া করেন। এ সময় বাকি ৩-৪ জন পালিয়ে গেলেও আছিফকে ধরে দায়িত্বরত পুলিশের জিম্মায় দিয়ে নওয়াপাড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে তাকে যশোর রেলওয়ে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, তাকে রোববার সকালে কোর্টে চালান দেয়া হবে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম
Advertisement