খেলাধুলা

বিশ্বকাপে সবচেয়ে ‘বুড়ো’ দল আর্জেন্টিনার!

ম্যানুয়েল লানজিনি ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তার পরিবর্তে রিভার প্লেটের ৩২ বছর বয়সী মিডফিল্ডার এনজো পেরেজকে দলে নিয়েছে আর্জেন্টিনা। আর এর মাধ্যমেই একটি রেকর্ড করে ফেললো লিওনেল মেসিদের দল। এবারের বিশ্বকাপে সবচেয়ে ‘বুড়ো’ দলের তকমা পেয়ে গেছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা।

Advertisement

লানজিনির পরিবর্তে পেরেজকে নেয়ার ফলে রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক স্কোয়াড হতে যাচ্ছে আর্জেন্টিনাই। এ পরিবর্তনের ফলে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের গড় বয়স দাঁড়ালো ২৯ বছর ২০৫ দিন। এবারের বিশ্বকাপে এতো বয়সের গড় আর কোন দলেরই নেই। মাত্র ২দিন পিছিয়ে থেকে, ২৯ বছর ২০৩ দিনের গড় নিয়ে ২য় স্থানে রয়েছে কোস্টারিকা।

বয়সের গড়ই বলে দিচ্ছে, এবারের বিশ্বকাপে অভিজ্ঞতার কোন কমতি হবে না লা আলবিসেলেস্তেদের। ‘বুড়ো হাঁড়ের ভেলকি’- বলে একটা কথা আছে। সেই ভেলকি কী তবে দলের তরুণদের নিয়ে মেসি, মাচেরানো, হিগুয়াইনরা দেখাতে পারবেন! সেটাই দেখার বিষয়।

ডিকেটি/আইএইচএস/এমএস

Advertisement