খেলাধুলা

অদ্ভূত পোষাকে রাশিয়া যাচ্ছে নাইজেরিয়া

বিশ্বকাপের দলগুলো ইতোমধ্যেই নিজেদের দেশ ছাড়তে শুরু করেছে। ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়ানরাও আগামী সোমবার রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে। তবে চমকের বিষয় হলো, রাশিয়ায় যাচ্ছে তারা অদ্ভূত এক পোষাক পরে।

Advertisement

জার্সির ডিজাইনের কারণে ইতোমধ্যেই একাধিকবার খবরের শিরোনাম হয়েছে নাইজেরিয়া। এবার রাশিয়া যাবার ধরণের কারণেও শিরোনাম হলো তারা। সাধারণত সব দল স্যুট-বুট পরেই রাশিয়ার উদ্দেশ্যে বিমানে চড়েছে কিংবা চড়বে; কিন্তু নাইজেরিয়া জাতীয় দল রাশিয়ার বিমানে চড়বে স্থানীয় পোষাক ‘নাইজা’ স্টাইলে।

এ পোষাকের বিশেষত্ব হচ্ছে, এর বড় আলখেল্লাটি। সাদা এই আলখেল্লার গায়ে সবুজ রঙের এম্ব্রোয়ডারি করা থাকে। এছাড়া মাথায় থাকে হ্যাট এবং পরনে থাকে ট্রাউজার। হ্যাটের মাঝে থাকে সবুজ রঙের ফিতা।

গত মাসে এ পোষাকে খেলোয়াড়রা নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির সাথে দেখাও করেছিলেন। তখন তারা এ পোষাক পরিহিত অবস্থায় ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এবার এ অদ্ভূত পোষাক পরে তারা রাশিয়ায়ও পা রাখতে যাচ্ছে।

Advertisement

ডিকেটি/আইএইচএস/এমএস