কৃষি ও প্রকৃতি

কখন গরু মোটাতাজা করবেন

সামনে ঈদ। তাই মোটাতাজা গরুর খুব কদর। এছাড়া মোটাতাজা গরু বিক্রি করাও লাভজনক। কম সময়ে কম পুঁজিতে গরু মোটাতাজা করা যায়। তবে তা সময়মতো করতে হবে। আসুন জেনে নেই সে সম্পর্কেই-

Advertisement

মোটাতাজা করার সুবিধা

১. কম সময়ে (৪-৬ মাস) বেশি মুনাফা অর্জন করা যায়।২. মূলধন বা পুঁজি দ্রুত ফেরত আসে।৩. আর্থিক ক্ষতির ঝুঁকি কম থাকে।৪. খরচের তুলনায় লাভ বেশি হয়।৫. বেকারত্ব ও দরিদ্রতা দূর করা যায়।৬. রোগব্যাধি কম হয়।

> আরও পড়ুন- উন্নত জাতের গরুতে লাভ বেশি 

Advertisement

মোটাতাজা করার সময়গরু মোটাতাজা করার উপযুক্ত সময় ডিসেম্বর-জানুয়ারি বা জুন-জুলাই। এ সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে বলে রোগব্যাধি কম হয়। তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময়েই করা যায়। তবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার ৩-৪ মাস আগে গরু মোটাতাজাকরণ শুরু করলে লাভবান হওয়া যায়।

পদ্ধতিগরু মোটাতাজা করার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। গরুকে আলাদা কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হয় না। গরুর স্বাভাবিক পরিচর্যাই এর জন্য যথেষ্ট। এতেই স্বাস্থ্যের উন্নতি হয়ে গরু মোটাতাজা হয়ে যাবে।

এসইউ/আরআইপি

Advertisement