জাতীয়

সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকার সিডি সংগ্রহের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকার সিডি সংগ্রহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন এই চিঠি দেন। এছাড়া চিঠিটি ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, ইসির সব যুগ্ম-সচিব, সিস্টেম ম্যানেজার, সকল উপ-সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপাত্ত ব্যবস্থাপনা অধিশাখার সিস্টেম এনালিস্টের কাছেও পাঠানো হয়। জানা যায়, সিডি সংগ্রহের বিষয়টি নিশ্চিতকরণের জন্য সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সকল উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে সিডি সংগ্রহ করতে ওই চিঠিতে বলা হয়।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের কাজ সম্পন্ন করেছে ইসি। নতুন দলের নিবন্ধন ও আরপিও সংশোধনের কাজ চলছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবার উপজেলা/থানা ভিত্তিক ভোটার তালিকা সংগ্রহের জন্য মাঠপর্যায়ে চিঠি দিয়েছে ইসি।

এইচএস/জেএইচ/এমএস

Advertisement