খেলাধুলা

নেইমারকে দলে নেবে না রিয়াল!

গত মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকেই নেইমারকে নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুজবের ছড়াছড়ি। মৌসুম শেষ হওয়ার পর গুজবের ঢাল-পালা ছড়িয়েছে আরো বেশি। কারণটাও অমূলক নয়। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের নেইমারকে পছন্দ এবং দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ছাড়ার গুঞ্জন- নেইমারের রিয়ালে আসার গুজবকে আরো শক্তিশালী করে তুলেছে।

Advertisement

নেইমারকে পেতে বিশাল অংকের টাকাও খরচ করতে হবে রিয়ালকে। ধারণা করা হচ্ছে সেই অংকের পরিমাণ ৪০০ মিলিয়ন ইউরো (প্রায় চার হাজারা কোটি টাকা) ছুঁতে পারে। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে যদি রিয়াল নেইমারকে কিনে আনে, তবে তা দলবদলের বাজারের অতীতের সব রেকর্ড তো বটেই, সাধারণ মানুষের কল্পনাকেও ভেঙে চুরমার করে দেবে। তবে স্প্যানিশ লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস মনে করেন, না! নেইমারকে পেতে এতো টাকা খরচ করবে না রিয়াল।

তেবাস বলেন , ‘রিয়াল মাদ্রিদ নেইমারকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে যাচ্ছে না। যদিও যে পরিমাণ অর্থ উপার্জন করে, তাতে এমন একটি ট্রান্সফারেও সক্ষম হবে তারা।’

অন্যদিকে আগামী মৌসুম থেকে লা লিগায় আসছে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পদ্ধতি। তেবাস কথা বলেছেন ভিএআর নিয়েও। তেবাস বলেন, ‘আমরা বুঝেছি যে, অন্য দেশগুলো ভিএআর এর সাথে যে একটি ভুল করে তা হচ্ছে যোগাযোগের অভাব। সেখানে খেলোয়াড়, কোচ, রেফারি এবং সাংবাদিকদের মাঝে কোন যোগাযোগ থাকে না; কিন্তু আমরা ইতোমধ্যেই ক্লাবগুলোর সাথে যোগাযোগ করেছি, তাদেরকে পদ্ধতিটি গভীরভাবে বোঝানোর জন্য। প্রাক-মৌসুমের সময় আমরা এটি আবার করবো।’

Advertisement

ডিকেটি/আইএইচএস/এমএস