খেলাধুলা

বিশ্বকাপের সময় বন্ধ থাকবে উরুগুয়ের শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্বকাপের আঁচ ভাল করেই লেগেছে উরুগুইয়ান ভক্তদের মাঝে। যে কারণে বিশ্বকাপের সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির দ্বিতীয় সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ‘ক্যাথলিক ইউনিভার্সিটি অব উরুগুয়ে’।

Advertisement

বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আলভারো পাচেকো গতকাল আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সময় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। পাচেকো বলেন, ‘খেলাধুলা বিশেষ করে ফুটবল যেটা কিনা আমাদের উরুগুইয়ান্দের পরিচয় বহন করে। আর আজকাল নিজেদের মাঝে একাত্মতা একদমই চোখে পরে না। আর এই একতা আনতে ফুটবলের বিশেষ ভূমিকা আছে।’

তিনি আরও বলেন,’বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য শুধু লেখা পড়াই না। আমাদের আশেপাশের সকল বাস্তবতাকে কেন্দ্র তাদের এগুতে হবে। ছুটিটাকে মজা হিসেবে নিয়ো না ছাত্ররা, সমাজের কাজে লাগাও নিজেকে।’

আজই (শনিবার) বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে উরুগুইয়ান ফুটবলাররা। অবশ্য রাশিয়া যাওয়ার আগেই উজেবেকিস্তানের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘লা সেলেস্তেরা’। ১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেরদের বিশ্বকাপের মূল পর্বের যাত্রা শুরু করবে দু’বারের ফুটবল বিশ্বজয়ীরা।

Advertisement

এসএস/আইএইচএস/আরআইপি