মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। রোববার রাজধানী বাঙ্গির দক্ষিণাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।স্থানীয়রা জানান, শনিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে তারা ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন। কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। জাতিসংঘের স্থানীয় মিনুসকা মিশনের মুখপাত্র বলেন, বিভিন্ন অপরাধের অভিযোগে তারা এক আসামিকে গ্রেফতারে এক অভিযান পরিচালনা করে। এসময় কিছু লোক রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এর এক পর্যায়ে স্থানীয়রা মিশনের সেনাদের লক্ষ্য করে ব্যাপক গুলি ছুঁড়তে থাকে। এতে মিশনের এক শান্তিরক্ষী সদস্য নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে মিশনের কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করেনি।এসআইএস/পিআর
Advertisement