দেশজুড়ে

গাজীপুরে সিএনজি অটোরিকশা ঐক্য পরিষদের বিক্ষোভ

গাজীপুরে সিএনজি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং মানববন্ধন করেছে।  রোববার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় তারা এ অবরোধ সৃষ্টি করে।  এসময় ওই সড়কগুলোতে আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।  পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।  এ ছাড়া গাজীপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একই দিন সকালে কয়েকশ মালিক-শ্রমিক বিক্ষোভ মিছিলসহকারে শহরের রাজবাড়ি মাঠে এসে জড়ো হয়। সেখানে তারা সিএনজি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এসময় সিএনজি মালিকরা জানান, গাজীপুরে প্রায় ১০ হাজার বৈধ সিএনজি অটোরিকশা রয়েছে।  তারা প্রতিবছর সরকারকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে।  মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ থাকলে প্রায় ৩০ হাজার মালিক শ্রমিক বেকার হয়ে যাবে।  তারা অবিলম্বে সিএনজি বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।                     আমিনুল ইসলাম/এমএএস/পিআর

Advertisement