দেশজুড়ে

এবারের ঈদে নৌ চলাচলে বিশেষ সতর্কতা : নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এবারের পবিত্র ঈদুল ফিতর বর্ষা মৌসুমে হওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে আমরা সবাই সতর্ক আছি। যাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দে বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন তার জন্য আমরা সবাই সতর্ক। আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, পুলিশ, স্থানীয় প্রশাসন সবাইকে এ ব্যাপারে সতর্ক করেছি।

Advertisement

শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী আরও বলেন, ঈদের আগে পরে দুই ভাগেই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করব আমরা। কোনোভাবে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বা বাড়তি ভাড়া আদায় করতে দেয়া হবে না।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমরেড মো. মোজাম্মেল হক, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর