তথ্যপ্রযুক্তি

অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে চাইলে

ঈদকে সামনে রেখে বাড়ছে অনলাইন কেনাকাটা। ঘরে বসে একটু স্বস্তিতে অনলাইন কেনাকাটাতেই স্বাচ্ছন্দ। সময়ের সাথে সাথে জনপ্রিয় হচ্ছে এই মাধ্যমটি।

Advertisement

তবে একটু সচেতন হলে অনলাইন কেনাকাটায় বাঁচতে পারে আপনার কিছুটা খরচ। জেনে নিতে পারেন এরকম কিছু পরামর্শ -

১. প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।

২. কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা নির্বাচন করুন।

Advertisement

৩. দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা অফার-এ ছাড়ের পরিমাণ বেশি।

৪. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।

৫. পণ্যের সঠিকতা যাচাই করতে এবং নিরাপত্তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন আছে কিনা দেখুন।

৬. কোন শপিং সাইটের শিপিং চার্জ কত? সে দিকে নজর দিন।

Advertisement

৭. কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। এতে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।

এএ