খেলাধুলা

আফগানিস্তান সিরিজ নিয়ে হতাশ সাকিব

টানা তিন টি-টোয়েন্টিতে পরাজয় আফগানিস্তানের কাছে। যা হওয়ার কথা ছিল না সেটাই ঘটিয়ে দেখালো আফগানিস্তান। পুরো সিরিজেই আফগানিস্তান বোলার, ব্যাটসম্যান ও ফিল্ডারদের থেকে পিছিয়ে ছিল বাংলাদেশি ক্রিকেটাররা। এক রশিদ খানই ভুগিয়েছেন বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে এর আগে এমনভাবে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ। পুরো সিরিজটাই বেশ হতাশার ছিল পুরো বাংলাদেশের জন্য। ম্যাচ শেষে সাকিবও এটা স্বীকার করে নিলেন।

Advertisement

‘আগের দুই ম্যাচের চেয়ে আমরা ভালো খেলেছি। তবে সিরিজটা আমরা যেভাবে খেলেছি, অবশ্যই খুবই হতাশার। অনেক কিছুই খতিয়ে দেখার আছে এই সিরিজের পারফরম্যান্সের। আরও অনেক ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে আমাদের।’

শেষ ম্যাচে লড়াই করে মাত্র ১ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। শেষ ওভারে জেতার জন্য লাহতো নয় রান। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম ৭ রান নিতে সক্ষম হন। মাঝের কিছু ওভারে ঠিকমত রান না তোলাকে এই ম্যাচ হারার মূল কারণ বলছেন সাকিব।

‘আমরা মোটামুটি জুতসই স্কোরে ওদের আটকে রাখতে পেরেছিলাম। আমার বিশ্বাস ছিল, এই রান তাড়া করার মতো ব্যাটিং আমাদের আছে। দূর্ভাগ্যজনক ভাবে পারিনি। আজকে অনেক কাছে গিয়েছিলাম। কিন্তু মাঝের কিছু ওভারে মাত্র ৩-৪ রান করে হয়েছে। এটার মূল্য দিতে হয়েছে।’

Advertisement

তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের প্রশংসা করতেও কার্পণ্য করেননি সাকিব। ১৯তম ওভারে ৫বলে ৫টি চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন মুশফিক। দলের আরো অনেক জায়গাতে উন্নতি করতে হবে বলেও মত দেন সাকিব।

‘মাহমুদউল্লাহ ও মুশফিক ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে শেষ করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটি হতেই পারে। যেটা বলেছি, অনেক কিছুতে উন্নতি করতে হবে আমাদের।’

এই ধরনের কন্ডিশনে আগে তেমন খেলার অভ্যাস নেই টাইগারদের। সেজন্য কিছুটা সমস্যাও হয়েছে বলে সাকিব মত প্রকাশ করেন ‘আমরা যে ধরনের কন্ডিশনে অভ্যস্ত, ততটা আদর্শ ছিল না কন্ডিশন। ভারতে সাধারণত ব্যাটিং উইকেট থাকে। এখানে তা ছিল না। আর এই উইকেটকে কাজে লাগানোর মতো ভালো স্পিনার ওদের আছে। যাহোক, আমাদের এসব জায়গা্য়ই উন্নতি করতে হবে।’

আরআর/এমএস

Advertisement