ধর্ম

নাজাতের দশকে রহমত ও বরকত লাভের দোয়া

১৪৩৯ হিজরির ২২ রমজান আজ। জাহান্নামের আগুন থেকে নাজাতের দশকে জান্নাতের বিশেষ স্থানে আশ্রয় লাভে আকাঙ্খায় ব্যস্ত মুমিন মুসলমান। আল্লাহর রহমতের ও সন্তুষ্টির পাশাপাশি জান্নাতের বাগানে স্থান লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবা ফাদলিকা; ওয়া আনযিল আলাইয়্যা ফিহি বারাকাতিকা; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লি-মুঝিবাতি মারদাতিকা; ওয়া আসকিন্নি ফিহি বুহবুহাতি ঝান্নাতিকা; ইয়া মুঝিবা দা’ওয়াতিল মুদত্বার্‌রিন।

অর্থ : হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং আমাদের ওপর বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

আরও পড়ুন > সারারাত নামাজের সাওয়াব লাভের সহজ উপায়

Advertisement

পরিশেষে...আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মাহকে জীবনের সব গোনাহ মাফসহ যাবতীয় সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস