খেলাধুলা

নিজ খরচে সতীর্থদের খাওয়ালেন মেসি

বিশ্বকাপকে সামনে রেখে বার্সেলোনায় ক্যাম্প গড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। বার্সেলোনা একটু বেশিই পরিচিত লিওনেল মেসির জন্য। কেননা সেই ছোট্টবেলা থেকে এখানেই বড় হয়েছেন মেসি। বর্তমানে খেলছেনও বার্সেলোনা ক্লাবে। ইতোমধ্যে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়ও বনে গেছেন তিনি। নিজের আঁতুড়ঘর বার্সেলোনাতে নিজ খরচে এবার আর্জেন্টাইন সতীর্থদের দুপুরের খাবার খাওয়ালেন মেসি।

Advertisement

বৃহস্পতিবার বার্সেলোনাতে নিজের আত্মীয়ের এক রেস্টুরেন্টে আর্জেন্টিনার সকল সদস্যদের দুপুরের খাবারের দাওয়াত দেন মেসি। কোচ হোর্হে সাম্পাওলিসহ দলের কোচিং স্টাফের সব সদস্যই আসেন সেই দাওয়াতে। স্প্যানিশ দৈনিক স্পোর্টস, মেসি ও তার সতীর্থদের সবার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।

ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় বিশ্বকাপের আগে আর কোন ম্যাচ নেই মেসিদের। ফলে বার্সেলোনা থেকেই সরাসরি বিশ্বকাপের উদ্দেশ্যে রাশিয়ায় পাড়ি জমাবে আর্জেন্টিনা। ১৬ তারিখ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে হোর্হে সাম্পাওলির দল।

আরআর/এমএস

Advertisement