খেলাধুলা

হাথুরুর মতোই স্বাধীনতা পাবেন স্টিভ রোডস : পাপন

গ্যারি কারস্টেনকে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার পরই আলোচনায় উঠে আসে তিনজনের শর্টলিস্টের কথা। তিনজনের নাম নাকি বিসিবিকে বলেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। যদিও, তখন নামগুলো জানা যায়নি। শুধু এটুকু জানা গিয়েছিল, ওই তিনজনের শর্টলিস্টে নাম নেই উপমহাদেশের কারো। সেই তিনজনের তালিকায় দু’জন দক্ষিণ আফ্রিকান এবং একজন ইংলিশ।

Advertisement

কারস্টেন তার পরামর্শ দিয়ে চলে গেছেন। প্রেসক্রিপশন দিয়ে গেছেন বিসিবিকে। সেই প্রেসক্রিপশন অনুসারেই ডাকা হলো সাবেক ইংলিশ অধিনায়ক স্টিভ রোডসকে। আজ (বৃহস্পতিবার) সকালে তিনি এলেন বাংলাদেশে। দুপুরেই সাক্ষাৎকার দিলেন বিসিবিতে। বৈঠক করলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে।

সেই বৈঠকের পরই মিডিয়ার সামনে হাজির হন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি জানিয়ে দেন, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালক করবেন স্টিভ রোডস।

কোচের ঘোষণা দিতে গিয়ে পাপন বলেন, ‘অনেকগুলো পজিশন নিয়ে আমরা কথা বলেছি। ব্যাটিং পরামর্শক, ব্যটিং কোচ, ফিল্ডিং কোচ; সবগুলো নিয়ে কথা বলেছি। সর্বশেষ আমরা বলেছিলাম, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রধান কোচ নিয়োগ করবো। আজকে বলছি, স্টিভ রোডসই বাংলাদেশ দলের নতুন কোচ। তিনি দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময়ের জন্য তার সাথে চুক্তি হয়েছে।’

Advertisement

শুধু গ্যারি কারস্টেনের দেয়া প্রেসক্রিপশনই নয়, বিসিবির তালিকায়ও শীর্ষে ছিল স্টিভ রোডসের নাম। তো কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে স্টিভকে বাংলাদেশের কোচ নিয়োগ করা হলো? জানতে চাইলে পাপন বলেন, ‘এটা (স্টিভ রোডসের বিষয়) নিয়ে আগেই কাজ করেছি আমরা। আমাদের তিনজনের শর্টলিস্ট ছিলো। তিনি সেখনে এক নম্বরে ছিলেন। গ্যারি কারস্টেন যে লিস্ট দিয়েছে, সেখানেও তার নাম ছিল। যেহেতু দুই তালিকায় তার নাম ছিলো, এ কারণে তাকেই আমরা কনফার্ম করলাম। তাকে এখনই পাওয়া যাবে। সব দিক বিবেচনা করে মনে হয়েছে, তিনিই ঠিক। ঈদের পর, ২০ তারিখের মধ্যে তিনি যোগ দেবেন। তিনি বাংলাদেশ দলকে ফলো করেন নিয়মিত এবং বিশ্বাস করেন যে, এই দলটাকে অনেক দূর নেয়া যাবে।’

বাংলাদেশে কোচদের একটাই সমস্যা হয়, ‘কাজের স্বাধীনতা।’ স্বাধীনভাবে কাজ করতে চাইলে নানা বাধার সম্মুখিন হতে হয় তাদের। স্টিভ রোডস কতটা কাজের স্বাধীনতা পাবেন?

পাপন বলেন, ‘তিনি হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবেন। স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কোচ হলেন টিচারের মতো। তার ওপরে তো কথা বলার দরকার নেই। তার যে সব সাপোর্ট লাগবে, সব তাকে দেয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

এআরবি/আইএইচএস/পিআর

Advertisement