দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আগের দুই ম্যাচে টস হারা আফগান অধিনায়ক এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন।
Advertisement
সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ দল। শেষ ম্যাচে টাইগারদের সামনে লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। আগের দুই ম্যাচে একবার আগে ব্যাট করে এবং অন্যবার পরে ব্যাট করে হারের মুখ দেখে বাংলাদেশ।
শেষ ম্যাচে আবারও প্রথম ম্যাচের মতো রান তাড়া করতে নামবেন সাকিব-তামিমরা। নিজেদের ইতিহাসে এর আগে কেবল একবারই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
২০১৬-১৭ সালের সেই সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা গড়েও সবক’টি ম্যাচে হার মেনেছিল মাশরাফি বিন মুর্তজার দল। এবার তুলনামূলক দুর্বল আফগানিস্তানের বিপক্ষে একই ভয় চোখ রাঙাচ্ছে সাকিব আল হাসানের দলের সামনে।
Advertisement
এসএএস/পিআর