অর্থনীতি

বীমা এজেন্ট কমিশনের ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

বীমা এজেন্ট কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থান করা ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব করেন।

Advertisement

এ বিষয়ে মুহিত বলেন, বীমা প্রতিষ্ঠানগুলো ইন্সুরেন্স পলিসির ওপর ১৫ শতাংশ হারে মূসক (মূল্য সংযোজক কর) প্রদান করে থাকে। এ পলিসির বিপরীতে প্রযোজ্য সেবা প্রদানের জন্য একজন বীমা এজেন্ট নিয়োজিত থাকেন।

‘এ বীমা এজেন্টের কমিশন মোট পলিসি মূল্য থেকেই প্রদান করা হয়। তাই সর্বমোট পলিসিমূল্য থেকে আগেই মূসক পরিশোধ করায় বীমা এজেন্ট কমিশন বাবদ প্রদেয় মূসক দ্বৈতকর হয়। এ দ্বৈতকর পরিহারের উদ্দেশ্যে বীমা এজেন্ট কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি-’ বলেন অর্থমন্ত্রী।

এমএএস/জেডএ/পিআর

Advertisement