আগামী ৫ বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে করদাতার সংখ্যা এক কোটি এবং রিটার্ন দাখিলের সংখ্যা ৮০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে (২০১৮-১৯ অর্থবছর) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের আমলে ২০১১ সালে কর বিভাগে সর্বশেষ বড় সংস্কারটি হয়েছিল। ২০১১ সালের পরবর্তী কয়েক বছরে করদাতার সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে। রিটার্ন দাখিলকারীর সংখ্যা ৯ লাখ হতে বেড়ে ১৬ লাখে উন্নীত হয়েছে।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছি যে, কর প্রদানে বর্তমানে পরিলক্ষিত আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্যমাত্রা হলো যে, আগামী ৫ বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে করদাতার সংখ্যা এক কোটি এবং রিটার্ন দাখিলের সংখ্যা হবে ৮০ লাখ।’
Advertisement
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে করদাতার সংখ্যা ৩৩ লাখ।
এমইউএইচ/জেএইচ/জেআইএম