খেলাধুলা

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি!

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা দেশ। নিজ নিজ সমর্থিত দেশের জার্সি এবং পতাকা নিয়ে সারা দেশে চলছে উৎসব উৎসব ভাব। এরই ফাঁকে ফিফা কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

Advertisement

বৃহস্পতিবার নিজেদের সর্বশেষ র‍্যাংকিং প্রকাশিত করেছে ফিফা। ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে কোন ম্যাচ না খেলেই ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৭ তম থেকে ১৯৪ তম অবস্থানে এসেছে বাংলাদেশ। এ সময়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে দুই। ৩৩ পয়েন্ট থেকে ৩৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৯৪ তম অবস্থানে রয়েছে লাল সবুজরা।

অন্যদিকে স্পেন ও পোল্যান্ড ব্যতীত শীর্ষ দশ দলের অবস্থান অপরিবর্তিতই আছে। স্পেন দুই ধাপ পিছিয়ে অবস্থান করছে ১০ নম্বরে। পোল্যান্ড দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছে। শীর্ষস্থানে যথারীতি রয়েছে জার্মানি। জার্মানির পরে দুইয়ে রয়েছে ব্রাজিল এবং তিনে বেলজিয়াম। রোনালদোর পর্তুগাল অবস্থান করছে ৪ নম্বরে। পর্তুগালের পরেই রয়েছে আর্জেন্টিনা।

এসএএস/জেআইএম

Advertisement