অর্থনীতি

আমদানি করা চালের দাম বাড়ছে

প্রস্তাবিত বাজেটে (২০১৮-১৯) চাল আমদানিতে শুল্ক রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ফলে সকল প্রকার চাল আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ৩ শতাংশ প্রযোজ্য হবে। এর ফলে আমদানি করা চালের দাম বাড়ছে। প্রস্তাবিত এই বাজেটে তামাক ও তামাকজাত পণ্যে রফতানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৭তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং অর্থমন্ত্রীর দ্বাদশ বাজেট প্রস্তাব। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

উল্লেখ্য, চাল আমদানির ওপর এতদিন শুল্ক মওকুফ করার কারণে ব্যবসায়ীরা যেমন খুশি তেমন ভাবে চাল আমদানি করেছে। ফলে দেশের কৃষক মার খাচ্ছে।

এফএইচএস/এমবিআর/পিআর

Advertisement