আন্তর্জাতিক

বেনজিরকে আগেই সতর্ক করেছিল গোয়েন্দারা

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ২০০৭ সালে লিয়াকত বাগের সমাবেশের নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল বলে আদালতে জানিয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। দেশটির তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থার (অাইএসআই) প্রধান ওই সমাবেশে অংশগ্রহণ না করার জন্যও বেনজির ভুট্টোকে জানিয়েছিলেন। রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে ওই কর্মকর্তার দেওয়া এ বক্তব্য সম্প্রতি রেকর্ড করা হয়েছে। খবর পাকিস্তান টুডে ও ডন নিউজ। আদালতে দেয়া বক্তব্যের বরাত দিয়ে খবরে বলা হয়, ২০০৭ সালের ২৬ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর রাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে তাঁর নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। এসময় আইএসআই প্রধান লে. জেনারেল নাদিম তাজ এবং মেজর জেনারেল এহসান ওই আলোচনায় অংশ নেন। এই দুই কর্মকর্তা প্রধানমন্ত্রীকে লিয়াকত বাগের সমাবেশে অংশ না নেয়ার পরামর্শ দেন।পরবর্তীতে প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ওই পুলিশ কর্মকর্তাকে জানান, আইএসআই প্রধান নাদিম তাজ তাকে (বেনজির ভুট্টো) তার জীবনের নিরাপত্তার হুমকি বিষয়ে অবহিত করেছেন।এদিকে পাকিস্তান পিপলস পার্টির তথ্য সচিব কামার জামান কাইরা বলেন, বেনজির ভুট্টোকে সমাবেশে অংশ না নিতে আইএসঅাই’র নিষেধের ব্যাপারে তিন কিছু জানেন না। তিনি বলেন, গুপ্তঘাতকদের হাতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে বেনজির ভুট্টো আইএসআই’র প্রধানের সঙ্গে সাক্ষাত করেছিলেন এ বিষয়ে আমি কিছু জানি না।উল্লেখ্য, ২০০৭ সালে পাকিস্তানের করাচিতে এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হন। এসময় আরও অন্তত ১৭০ জনের প্রাণহানি ঘটে।এসআইএস/পিআর

Advertisement