উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরে রেকর্ড ১৩তম বারের শিরোপা জেতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে সেই ম্যাচটিতে তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে ফাউল করে বিতর্কের জন্ম দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
Advertisement
চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার প্রেক্ষিতে ক্ষেপে গিয়ে আরও একটি বেফাঁস মন্তব্যও করেন রামোস। ওই একই ম্যাচে লিভারপুল গোলরক্ষক ক্যারিয়াসকেও ফাউল করেন রামোস। যার ফলে শোনা যায় রামোসের কারণেই ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি লিভারপুল।
চারপাশের এমন গুঞ্জনে রামোস মন্তব্য করেন, ‘সালাহ এবং ক্যারিয়াসের ঘটনার পর এখন আমার মনে হচ্ছে, ফিরমিনোর গায়ে আমার ঘামের ফোঁটা পড়াতেই ফিরমিনো সেই ম্যাচে ছন্দে ছিল না।’
রামোসের এমন মন্তব্যে আবার বেজায় চটেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো। রিয়াল অধিনায়কের প্রতিউত্তরে তাকে ‘নির্বোধ’ বলে উল্লেখ করে ফিরমিনো বলেন, ‘এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। যেহেতু সে (রামোস) চ্যাম্পিয়ন হয়েছে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তবে আমি মনে করি সে নির্বোধের মতো কথা বলেছে। যাইহোক, এমনটা হয়ই।’
Advertisement
এসএএস/আরআইপি