আন্তর্জাতিক

পকেটে মোবাইল বিস্ফোরণ, কালো ধোঁয়ায় আতঙ্ক রেস্টুরেন্টে (ভিডিও)

ভারতের মুম্বাই প্রদেশের বান্দুপ এলাকার একটি রেস্টুরেন্টে এক ব্যক্তির পকেটে মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ তার পকেটে থাকা মোবাইলের বিস্ফোরণ ঘটে। এসময় হোটেলে অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

গত ৪ জুন মোবাইল ফোন বিস্ফোরণের এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শার্টের পকেটে রাখা ফোন হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর কালো ধোঁয়া উড়ছে। পরে ওই ব্যক্তি আসন থেকে লাফিয়ে উঠে পকেটের ফোন ছুড়ে মারেন। এসময় হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এতে আতঙ্কিত লোকজন হোটেল থেকে দৌড়ে বেরিয়ে যান। ফোন বিস্ফোরণের ঘটনায় ওই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বয়ফ্রেন্ডের জন্য ৩৮ ফোন চুরি!

Advertisement

গত মার্চের শুরুর দিকে ভারতের উড়িষ্যার খেরিয়াকানি জেলায় এক কিশোর আত্মীয়র সঙ্গে কথা বলার সময় মোবাইল ফোনে হঠাৎ বিস্ফোরিত হয়ে মারাত্মক দগ্ধ হয়।

মোবাইল চার্জে থাকাকালীন কথা বলার সময় ওই বিস্ফোরণ ঘটে। ১৮ বছর বয়সী এ কিশোরের হাতে, বুকে, পায়ে দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় সে।

#WATCH: Mobile phone blasts in man's pocket in Mumbai's Bhandup. (Source: CCTV Footage) (4.6.2018) pic.twitter.com/2oC9uudHq6

— ANI (@ANI) June 5, 2018

সূত্র : এনআইএ।

Advertisement

এসআইএস/জেআইএম