জাতীয়

কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণ ১৫ লাখ নির্ধারণের দাবি

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিপূরণ সর্বনিম্ন ১৫ লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের নেতারা। পাশাপাশি শ্রম আইন সংশোধনে ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণ স্কিম ও সামাজিক বীমা দ্রুত চালুর দাবি জানায় তারা।

Advertisement

বুধবার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের কনফারেনন্স লাউঞ্জ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

কর্মক্ষেত্রে সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে শ্রমিক নিরাপত্তা ফোরাম-এসএনএফের উদ্যোগে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), ন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই), ইন্ডাস্ট্রিঅল কাউন্সিল (আইবিসি), গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জিস্কপ), ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-ইনসাব, নির্মাণ শ্রমিক লীগ ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও বিল্সের যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন বিল্স উপদেষ্টা পরিষদ সদস্য শাহ মো. আবু জাফর, মেজবাহউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন, সম্পাদক এ এম নাজিম উদ্দীন, জাতীয় গার্মেন্ট শ্রমিক জোটের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, এনসিসিডব্লিউইয়ের চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল মহাসচিব তৌহিদুর রহমান, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন ও সদস্য শামসুন্নাহার জোস্না, মুক্ত শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ বাদল, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি মমতাজ বেগম, আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির ফরিদ, ব্লাস্টের উপ-পরিচালক (এডভোকেসি) অ্যাডভোকেট মাহবুবা আক্তার, পোশাক শিল্প শ্রমিক জোটের সভাপতি সরদার খোরশেদ, বিল্স নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এবং প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাজমা ইয়াসমিনসহ অন্যান্য সংগঠনের নেতারা।

Advertisement

এফএইচএস/এএইচ/জেআইএম