খেলাধুলা

রেফারিকে গালি দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ বুফন!

সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে একদম শেষ মুহূর্তে ম্যাচের রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। বাধ্য হয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।

Advertisement

তবে বুফনের সেই ঘটনার পর যে শুধু লাল কার্ডেই পার পেয়ে যাবেন না তিনি এমনটা জানা ছিল আগেই। হয়নিও তা। উয়েফা নিজেদের আনুষ্ঠানিক তদন্ত শেষে বুফনকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ অথবা উয়েফা ইউরোপা লিগের পরবর্তী ৩ ম্যাচে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে উয়েফা জানায়, সেই ম্যাচের রেফারি অলিভারকে ‘হৃদয়হীন জানোয়ার’ বলে গালি দিয়েছিলেন বুফন। যার ফলে তাকে আগামী মৌসুমের অন্তত ৩টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

উয়েফার বিবৃতিতে জানায়, ‘উয়েফার নিয়ম-শৃঙ্খলা এবং নীতি নির্ধারক কমিটি সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস ফুটবল ক্লাবের খেলোয়াড় জিয়ানলুইজি বুফন, উয়েফার যেকোন প্রতিযোগিতার পরবর্তী ৩ ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে।’

Advertisement

এসএএস/জেআইএম