খেলাধুলা

বিশেষ সম্মানে ভূষিত হলেন ইনিয়েস্তা

দেশের ফুটবলে বিশেষ অবদান রাখার জন্য স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে স্পোর্টিং মেরিট মেডেল দিয়ে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার লা রোজাদের ট্রেনিং সেশনে স্পেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইনিয়েস্তার হাতে পুরস্কারটি তুলে দেন।

Advertisement

স্পেনের হয়ে জোহানেসবার্গে বিশ্বকাপজয়ী গোল এবং পুরো ক্যারিয়ার জুড়ে লা লিগায় অসামান্য অবদানের জন্য ইনিয়েস্তাকে এ পুরস্কার দেয়া হয়। সানচেজ বলেন , ‘আমরা সবাই তোমার জোহানেসবার্গে করা গোলটির কথা মনে রেখেছি। তুমি আমাদের ছেড়ে চলে যাওয়া একজনের প্রতি উৎযাপনটি উৎসর্গ করে দেখিয়েছো; তুমি কতো মহৎ একজন ক্রীড়াব্যক্তিত্ব। এটাই তোমার নীতি, যা সকল শিশুর জন্য উদাহরণ হয়ে থাকবে।’

ইনিয়েস্তা মেডেল গ্রহণের পর তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারণ এই মেডেলটির একটি বিশাল অংশ তাদের জন্যই পেয়েছি আমি।’

এরপর সানচেজ, ইনিয়েস্তাসহ স্পেন দলের সবাইকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

Advertisement

ডিকেটি/এমএমআর/জেআইএম