শফিক তুহিনের করা তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার হয়েছেন। তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত। এদিকে আসিফ আকবর গ্রেফতার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়।
Advertisement
সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল লিখেছেন, ‘শুধু মনে হচ্ছে, আজকে আমি বা আমরা কেউ এমন পরিস্থিতিতে পড়লে সবার আগে আসিফ ভাই এগিয়ে আসতেন। আর বলতেন, ‘ঘাবড়াবা না একদম, আমি আছি, দেখছি কী করণীয়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।’ এমন কথা তিনি অনেক বিপদগ্রস্ত মানুষকে বলেছেন এবং তিনি তার সাধ্যমতো করেছেন।’
তিনি আরও লেখেন, ‘ঠিক-বেঠিক জানি না। আমি বিচারক নই। কিন্তু ভাই, ভাইয়ের মাংস খাওয়া মোটেও ভালো লাগছে না। সঙ্গীত পরিবার যেন কেমন হয়ে যাচ্ছে!’
আসিফ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গায়ক আসিফ না, মানুষ আসিফের কথা বলছি। যিনি আমার চোখে দেখা অন্যতম সহযোগিতা পরায়ণ নেতা, একজন পরোপকারী মানুষ। আমি মানি, একজন শিল্পীর যেমন শালীন, নম্র, শুভাশিস হলে শোভা পায়, তেমনি ক্ষমাশীল হওয়াটাও শিল্পীর অন্যতম চরিত্র।’
Advertisement
এই সংগীত তারকা আরও বলেন, ‘ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের বাইরে নই। আসিফ ভাই আপনি ফিরে আসুন, এসে সব ঠিক করে দিন। ভালোবাসা থাকুক অবিরাম।’
এলএ/জেআইএম