ফ্রান্সের পূর্বাঞ্চলের স্ট্রাসবুর্গ শহরে শস্য মজুত কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালের দিকের ওই বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির জরুরি সার্ভিস বিভাগ জানিয়েছে।
Advertisement
তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। জার্মানি সীমান্তের রাইন নদীর তীরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
কারখানাটি স্থানীয় কৃষি সমবায় বিভাগ কোম্পটোয়র অ্যাগ্রিকোলের মালিকানাধীন ছিল। স্থানীয় শস্য ব্রোকাররা বলছেন, কারখানাটির শস্য মজুত সক্ষমতা প্রায় ৪০ হাজার টন। তবে বিস্ফোরণের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম শস্য উৎপাদক এবং রফতানিকারক ফ্রান্স। দেশটির পূর্বাঞ্চল থেকে জার্মানি, নেদারল্যান্ডসহ উত্তর ইউরোপীয় দেশগুলোতে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট রাইন নদী।
Advertisement
সূত্র : রয়টার্স।
এসআইএস/আরআইপি