খেলাধুলা

সাকিবের ১৫-২০ রানের আক্ষেপ

আফগানদের বিপক্ষে এর আগে কোন সিরিজ হারার নজির নেই বাংলাদেশের। টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর হয়ে ওঠা সেই আফগানদের কাছে প্রথমবারের মত সিরিজ হারলো বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে বোলিং বাজে হলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংটা যুতসুই হয়নি সাকিবদের। টস জিতে ব্যাটিং নিয়ে স্লো এবং লো পিচে ১৫০ রানই ছিল জয়ের মত স্কোর। কিন্তু ১৩৪ রানেই থামতে হয়েছে মুশফিক-তামিমদের। ম্যাচ শেষে তাই সাকিবের কন্ঠে উঠে আসলো ১৫-২০ রানের আক্ষেপ। ‘ফিল্ডিং ও বোলিং আমরা ভালো করেছি। তবে ব্যাটিংয়ে ১৫-২০ রানের ঘাটতি ছিল। ভালো শুরুর পর আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। মাঝের ওভারগুলোতে ওরা চাপ সৃষ্টি করেছে, আমরা ভেঙে পড়েছি। শেষ পর্যন্ত তাই বড় স্কোর গড়া যায়নি।’

Advertisement

এ ম্যাচেও বাংলাদেশের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে হাজির হয়েছিলেন আফগান স্পিনার রশিদ খান। ৪ ওভার বোলিং করে ১২ রানের খরচায় নিয়েছেন তামিম, সৌম্য, মোসাদ্দেক ও সাকিবের উইকেট। প্রথম ম্যাচের মত এ ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জুটে তার কপালে।

রশিদ ছাড়াও ভালো বল করেছে আফগান অন্যান্য স্পিনাররাও। ম্যাচ শেষে তাই সাকিবের কন্ঠে তাদের নিয়ে প্রশংসাবাণী, ‘রশিদ দারুণ বোলিং করেছে। ওদের দারুণ সব স্পিনার আছে। আমাদের কাজ ওরাই কঠিন করে তুলেছিল। এরপর আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, যেন ওদের ভালোভাবে সামলাতে পারি এবং ভালো স্কোর গড়তে পারি।’

আরআর/এমএস

Advertisement