আন্তর্জাতিক

নিখোঁজ মালয়েশীয় বিমানের অারও একটি খণ্ড উদ্ধার

ভারত মহাসাগরের ফরাসি মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপের উপকূলে আবারো বিমানের একটি ভাঙ্গা অংশের সন্ধান পাওয়া গেছে। এটি নিখোঁজ মালয়েশীয় বিমানের একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।সেন্ট ডেনিস শহরের দক্ষিণে উপকূল এলাকায় পাওয়া ওই খণ্ডাংশটি বিমানের দরজা হতে পারে। খণ্ডাংশটি নিখোঁজ  মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-র কিনা তা নিশ্চিত করতে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে।এর আগে বুধবার সমুদ্র সৈকত এলাকা পরিষ্কার করার সময় দুই মিটার দীর্ঘ (ছয় ফুট) বিমানের একটি ভাঙ্গা অংশের সন্ধান পায় স্থানীয় লোকজন। পরে এটি মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অংশ কিনা সেটি পরীক্ষা করে দেখতে ফান্সে নিয়ে যাওয়া হয়। এর পর রোববার আবার একটি খণ্ডাংশ পাওয়া গেল। উল্লেখ্য, গত বছরের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রাতে দক্ষিণ চীন সাগরে মালয়েশীয় এয়ারলাইনের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এর কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর বুধবার ওই দ্বীপে একটি খণ্ডাংশ পাওয়ার পর আজ (রোববার) আবার একটি খণ্ডাংশ পাওয়া গেছে।এসআইএস/পিআর

Advertisement