খেলাধুলা

বার্সায় আসা নিয়ে দ্বিধান্বিত গ্রিজম্যান

মৌসুমের মাঝপথ থেকেই গ্রিজম্যানের বার্সেলোনা আসার গুঞ্জন নিয়ে সরব ফুটবল মিডিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জিতে গুঞ্জনটিকে আরো প্রবল করে দিয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার। বিভিন্ন মিডিয়া গ্রিজম্যানের বার্সেলোনা আসার খবর সত্য হিসেবে প্রকাশ করলেও এখনো নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবেননি গ্রিজম্যান।

Advertisement

সম্প্রতি জিলেটের নতুন ক্যাম্পেইনের অংশ হিসেবে স্পক্সের কাছে দেয়া এক বার্তায় গ্রিজম্যান বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। স্পেনের চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বিশেষ কিছু কারণ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অবস্থান আমাদের অনেক ওপরে। তার ওই পর্যায়ে অনেক বছর ধরেই রয়েছে। এমনকি তাদের ক্লাব বাজেটও আমাদের থেকে অনেক। কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের ক্লাবের বাজেট বাড়াতে।’

এ সময় ইউরোপা লিগের সাফল্য নিয়েও কথা বলেন গ্রিজম্যান। ‘আমি তখন পর্যন্ত কোনো বড় ট্রফি জিততে পারিনি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুবার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল আমাকে। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো চ্যাম্পিয়নের ফাইনালে শিরোপা শূন্য থাকতে হয়। সেজন্য লিয়নে আমার সামনে সুযোগ ছিল কিছু করার। ভাগ্যপ্রসুত সবকিছুই আমাদের পক্ষে গিয়েছে।’

আরআর/বিএ

Advertisement