আফগানদের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হার। বোলিং কিংবা ব্যাটিং সব বিভাগেই আফগানদের থেকে যোজন যোজন পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বাংলাদেশি খেলোয়াড়রা যখন হতাশায় মুষড়ে পড়েছেন তখন ক্ষোভে ক্ষিপ্ত বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষ।
Advertisement
খেলোয়াড়দের সমালোচনা হতেই পারে কিন্তু অতিরঞ্জিত হয়ে গালাগালি কিংবা খারাপ ভাষায় খেলোয়াড়দের মুণ্ডুপাত করা কখনোই সমীচীন নয়। খেলোয়াড় তাসকিনও সকলের কাছে অনুরোধ করলেন গালাগাল না দিতে।
চোটের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে অবস্থান করছেন তাসকিন। কিন্তু বাংলাদেশের খেলা ঠিকই দেখছেন। নিজেও হতাশ হয়েছেন এমন হারে কিন্তু আপামর ক্রিকেটপাগল মানুষদের অতিরঞ্জিত গালাগাল তার ভালো লাগেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তাসকিন বলেন, ‘সাপোর্ট করেন ভাই। গাইল দিয়েন না। নিজের দেশের মানুষই তো। দেখতে খারাপ লাগে। খারাপ হতেই পারে। ইচ্ছা করে তো আর খারাপ করতেছে না। আজকে হচ্ছে না কাল হবে। নিজের চিন্তাভাবনা থেকে একটু বাইরে এসে চিন্তা করেন। জিনিসগুলো সহজ হবে।’
Advertisement
আরআর/বিএ