আন্তর্জাতিক

পরমাণু সমঝোতা নস্যাতের চেষ্টায় নেতানিয়াহু, রাজি নন মেরকেল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ইরানের পরমাণু সমঝোতার পক্ষে তার অবস্থান ঘোষণা করেছেন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইউরোপের সরকারগুলোকে আন্তর্জাতিক এ সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য প্রভাবিত করতে নেতানিয়াহু ইউরোপ সফর শুরু করেছেন। সফরের প্রথমেই তিনি বার্লিন গেছেন। এ সফরে নেতানিয়াহু ফ্রান্স ও ব্রিটেন যাবেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মেরকেল বলেন, বৈঠকে সব বিষয়ে সমঝোতা হয়নি। তিনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সমঝোতা অনেক বেশি স্বচ্ছ।

তিনি বলেন, ইসরায়েল ও জার্মানি একমত হয়েছে যে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না কিন্তু এ পথে সফলতা অর্জনের ক্ষেত্রে তেল আবিব ও বার্লিনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। পার্সট্যুডে।

Advertisement

এসআইএস/এমএস