খেলাধুলা

ভাগ্য বদলের ম্যাচে ফিরলেন সৌম্য-রনি

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। তিন বিভাগেই বাংলাদেশক উড়িয়ে দিয়ে ৪৫ রানের জয় পেয়েছিল স্বাগতিক আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভাগ্য বদলানোর লক্ষ্যে নিজেদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

Advertisement

প্রথম ম্যাচে পেস বোলিং নির্ভর একাদশ সাজিয়ে কোন সুবিধা করতে পারেনি টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন দুই পেসার আবুল হাসান রাজু এবং আবু জায়েদ রাহী। প্রথম ম্যাচে রাজু-রাহীর কেউই ৪ ওভারের কোটা পুরণ করতে পারেননি।

৩ ওভার বোলিং করে ২ উইকেট নিলেও ৪০ রান খরচ করেন রাজু, অন্যদিকে ১ উইকেটের বিনিময়ে সমান ওভার বোলিংয়ে ৩৪ রান দেন রাহী। তাই দ্বিতীয় ম্যাচে এই দুই পেসারের বদলে দুইজন পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার এবং আবু হায়দার রনিকে একাদশে নিয়েছে বাংলাদেশ।

ফর্মহীনতার কারণে সিরিজের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি সৌম্যর। রনি বাদ পড়েছিলেন আগের সুযোগ পাওয়া ম্যাচে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায়। তবে আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজনবোধ করাতেই একাদশে ফেরান হলো এই দুজনকে।

Advertisement

বাংলাদেশ একাদশ:তামিম ইকবাল, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নাজমুল হাসান অপু এবং রুবেল হোসেন।

এসএএস/আরআইপি