আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছেন। গুজরাটের কুচ জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

জামনগরের বিমানঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। পরে কাছাকাছি একটি গ্রামে এটি বিধ্বস্ত হয়। গবাদি পশুর একটি মাঠে এটি আঘাত হানে। এতে বেশ কিছু গবাদি পশুর মৃত্যু হয়েছে।

এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, রুটিনমাফিক ট্রেনিংয়ে অংশ নিয়েছিল বিমানটি। কুচ জেলার মুন্দ্রার একটি গ্রামের মাঠের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওই এলাকাটি আহমেদাবাদ থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

মাত্র কয়েক মাস আগেই আসামের মাজুলি দ্বীপে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিহত হয়।

Advertisement

টিটিএন/জেআইএম