ফিচার

হে বন্ধু, হে প্রিয়

আজ বন্ধু দিবস। একপক্ষ হাসিমুখে মেনে নিলেও আরেকপক্ষ কিন্তু বন্ধুর জন্য কেন আলাদা দিবস থাকতে হবে, এই নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছে। বিতর্ক তো থাকবেই, সেইসঙ্গে বন্ধু দিবসও থাকবে। বন্ধুর জন্য তো সবগুলো দিনই। তবু একটা দিনের পুরোটাই থাকুক না বন্ধুর জন্য, ক্ষতি তো কিছু নেই। দীর্ঘদিন খাপবন্দী করে রাখলে তীক্ষ্ণ তরবারিতেও মরিচা পড়ে যায়। তাই  বন্ধুত্বের সম্পর্কটাতেও ঝালাই দেয়ার প্রয়োজন পড়ে মাঝে মাঝে। বন্ধু তো নিজেরই অংশ, নিজেরই একজন। সুখে-দুখে যে পাশে থাকে, অন্তত একটা দিন তার জন্য থাকুক না কিছু বিশেষ চমক। বন্ধুর জন্য ভলোবাসায় মোড়ানো একটি উপহার সারাজীবনের স্মৃতির ফ্রেমে কতো-ই না আনন্দ নিয়ে বাঁধাই হয়ে থাকবে! সেই ১৯৩৫ সালে আগস্ট মাসের প্রথম রোববার আমেরিকায় যে বন্ধুটি বন্ধুর জন্য জীবন বিলিয়ে দিলো, তার মতো বন্ধুর জন্য জীবন দেয়ার দরকার নেই। ভালোবেসে জীবন দিয়ে দেয়া, আর জীবন দিয়ে ভালোবাসা এক কথা নয়। আমরা নাহয় জীবন দিয়েই ভালোবাসি! বন্ধুত্বই একমাত্র সম্পর্ক, যাতে কোনো সাক্ষী, দলিল লাগে না। কাগজপত্র, সইসাবুদ, চুক্তিনামা - কোনোকিছুরই দরকার পড়ে না এখানে। সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে ওঠে যে সম্পর্ক, তাকে সবচেয়ে মূল্যবান হিসেবে স্বীকৃতি দেয়াটাও আমাদের কর্তব্য।ইন্টারনেটের মায়াময় জগতে এখন বন্ধু বেছে নেয়ার হাজারটা প্রলোভন। আন্তর্জালিক এই মায়াজালে জড়িয়ে গেলে সত্য-মিথ্যার প্রভেদ ধরাটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। অতি সূক্ষ্ণ এই পার্থক্য বুঝতে পেরে যারা বন্ধু বাছাই করে নিতে পারে, তারাই মূলত বিজয়ী। নয়তো বন্ধুত্বের নামে প্রতারণার খবর তো আর নতুন কিছু নয়। মাউসের একটি মাত্র ক্লিকে যেখানে বন্ধুত্বের শুরু হচ্ছে, সেখানে বন্ধু, বন্ধুত্বের নতুন সংজ্ঞায়ন নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। ভার্চুয়াল বন্ধুত্বের প্রভাব বাস্তব জীবনেও কম পড়ছে না, এসব তো জীবনেরই অংশ। উঠতি বয়সী ছেলেমেয়েরা যেন বন্ধুত্বের নামে মিথ্যা কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ লক্ষ রাখতে হবে অভিভাবককেই। কারণ, আপাতদৃষ্টিতে ছোট একটি ভুল নষ্ট করে দিতে পারে পুরো একটি জীবনকেই। সরল বন্ধুত্বে দোষের কিছু নেই, তবে নজর রাখতে হবে তা যেন জটিল আর কুটিল হয়ে না ওঠে। বিশ্বাস-ভালোবাসায় পরিপূর্ণ এ সম্পর্ক পৃথিবীর সমান আয়ু লাভ করে বেঁচে থাকুক। পাপ-পঙ্কিলতার পৃথিবীতে আলাদা করে মাথা উঁচু করে বাঁচুক বন্ধু আর বন্ধুত্ব। বিশ্বাস বেঁচে থাকুক। ভালোবাসা বেঁচে থাকুক। বন্ধুর চোখের জল মুছে দেবার জন্য অন্তত দু`খানা হাত অবশিষ্ট থাকুক। বন্ধুত্ব আর ভালোবাসায় সার্থক হয়ে উঠুক আমাদের মানবজনম। শুভ বন্ধু দিবস।এইচএন/এমএস

Advertisement