বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিনে এসে বড় অঘটনের জন্ম দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। ২৩ সদস্যর চূড়ান্ত বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন দলের অন্যতম সেরা উদীয়মান তারকা খেলোয়াড় লেরয়ে সানেকে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন তিনি সাথে সাথে নিজের দল ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে রেখেছিলাম বড় ভূমিকা। লিগে ৩২ ম্যাচে করেছেন ১০ গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি। তাই অনেকটা অনুমেয়ই ছিল রাশিয়া বিশ্বকাপে যাচ্ছেন এই তরুণ তুর্কি। তবে সানের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন জার্মান কোচ লো। মূলত একই জায়গায় খেলার জন্য লড়ছিলেন হুলিয়ান ব্রান্ডট ও লেরয়ে সানে। অষ্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপপূর্ব প্রস্তুতি ম্যাচ হেরে যাওয়াতেই মূলত কপাল পুড়েছে সানের। অষ্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন একাদশে, আর পুরো ম্যাচ জুড়েই ছিলেন খুব বাজে। তাই কোন রকম দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই লো বেছে নিয়েছেন জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনে খেলা উইঙ্গার হুলিয়ান ব্রান্ডটকে। হুলিয়ান ব্রান্ডট মূলত একজন উইঙ্গার হলেও রাইট ব্যাকে খেলতেও অভ্যস্ত। আর এতে করেই পাকাপাকি করেছে নিয়েছেন দলে নিজের জায়গা।
Advertisement
সানের বাদ পরার বিষয়ে লো বলেন, ‘লেরয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড়। সেপ্টেম্বরে সে আবার দলে যোগ দিবে। আপাতত এখনও সে জাতীয় দলে খেলার মত অবস্থায় আসেনি। এটা অনেক কষ্টসাধ্য সিদ্ধান্ত ছিল। এটা অনেকটা ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা ছিল আর তাই এর সমাপ্তিও সেরকমই হয়েছে।’ সানে ছাড়াও প্রাথমিক দলে থেকে আরও বাদ পড়েছেন বার্নাড লেনো, নিলস প্যাটারসন এবং জোনাথন টাহ।
এসএস/আরআর/আরআইপি
Advertisement